সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নুসরাত হত্যা : ৫ দিনের রিমান্ডে মাকসুদ আলম

প্রকাশিতঃ ১৫ এপ্রিল ২০১৯ | ১:৫৯ অপরাহ্ন

চট্টগ্রাম : সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা করার ঘটনায় গ্রেপ্তার সোনাগাজী পৌরসভার কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মাকসুদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সরাফ উদ্দিন আহমদ এ আদেশ দেন।

এ নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মোট ১০ জনকে রিমান্ডে নেওয়া হলো। তারমধ্যে দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আদালত সুত্রে জানা গেছে, মাকসুদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের জন্য আবেদন জানিয়েছিলেন। বিজ্ঞআদালত ৫ দিনের আবেদন মঞ্জুর করেন।

মাকসুদ আলমকে গত বৃহস্পতিবার ঢাকায় গ্রেপ্তার করা হয়।

একুশে/এসসি