ঢাকা: বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষের দিন সকাল থেকে আবহাওয়া শুস্ক থাকলেও দুপুর থেকে নামতে পারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
পহেলা বৈশাখের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, নববর্ষের সকালে আকাশ পরিস্কার থাকবে। বেলা যত বাড়বে সূর্যের উত্তাপ ততটাই বাড়বে আর সেই সাথে অনুভূত হবে ভ্যাপসা গরম। তবে দুপুরের পরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, “নববর্ষের দিন দেশের বেশিরভাগ জায়গায় প্রধানত শুষ্ক থাকতে পারে। দুপুরের পর অনেক জায়গায় বিশেষ করে দেশের পশ্চিম অংশে ঝড়-বৃষ্টির সম্ভবনা রয়েছে। রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া এবং ঢাকাতেও বিকেল বা সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে”।
তবে বাংলা নববর্ষের দিনে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে, বিবিসি’র আবহাওয়ার পূর্বাভাসে অবশ্য বলা হয়, রবিবার ঢাকা ও এর আশেপাশের জেলাগুলোতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকাতে দুপুর থেকে সন্ধ্যার যেকোনো সময়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।