রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

পটিয়ায় বর্ষবরণ উদযাপন পরিষদের প্রস্ততি সভা

| প্রকাশিতঃ ১১ এপ্রিল ২০১৯ | ১২:৪৯ অপরাহ্ন

পটিয়া প্রতিনিধি : পটিয়া মনসা বাদামতল শিরিষতলায় বর্ষবরণ উদযাপন পরিষদের প্রস্তুতি সভা বর্ষবরণ উদযাপন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, সদস্য সচিব এম. এজাজ চৌধুরী, সমন্বয়কারী অ্যাডভোকেট এম হোসাইন রানা, আজিমুল হক চৌধুরী, কোরবান আলী, মাইমুন চৌধুরী প্রমুখ।

বক্তারা এবার উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ উদযাপন করার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়ে বলেন, এবার এ উৎসবে বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রেখেছেন তাদেরকে সম্মাননা প্রদান করা হবে। এছাড়াও বলিখেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এ উৎসবে নতুন মাত্রা যোগ করবে। তারা উৎসব সফলে সকলের সহযোগিতা কামনা করেন।

একুশে/কেএ/এটি