সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

যুবলীগকর্মী লোকমান হত্যায় বাবলু ৫ দিনের রিমান্ডে

প্রকাশিতঃ ৯ এপ্রিল ২০১৯ | ৮:২০ অপরাহ্ন

ফাইল ছবি

চট্টগ্রাম : যুবলীগকর্মী এমএইচ লোকমান রনি হত্যা মামলার ৩ নং আসামি জিয়াউদ্দিন বাবলুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত ১-এর বিচারক খায়রুল আমিন এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে জিয়াউদ্দিন বাবলুকে আদালতে হাজির করে পুলিশ ১০ রিমান্ডের আবেদন জানায় বাকলিয়া থানা পুলিশ। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার রাতে ফটিকছড়ি উপজেলার জাফতনগর গ্রাম থেকে লোকমান হত্যা মামলার প্রধান আসামি সাইফুল এবং তিন নম্বর আসামি জিয়াউদ্দিন বাবলুকে গ্রেফতার করা হয়। বাকলিয়া থানার সবুজবাগ আবাসিক এলাকার রফিক আহাম্মদের ছেলে সাইফুলকে মঙ্গলবারে ভোরে কল্পলোক এলাকায় পুলিশের সাথে ক্রসফায়ারে নিহত হন। জিয়াউদ্দিন বাবলু একই থানার খালপাড় এলাকার কামাল উদ্দিনের ছেলে।

গত ৬ এপ্রিল রাতে কিশোর প্রেমের দ্বন্দ্বের জেরে শ্রাবণের বন্ধু জয় গোলপাহাড় থেকে ফুলতলা এলাকায় গেলে অনিক ও তার বন্ধুরা তাকে আটকে রেখে মারধর করে। এক ফাঁকে জয় এলাকার ‘বড় ভাই’ হিসেবে লোকমান রনিকে ফোন করে। রাত সাড়ে ১১টার দিকে তখন লোকমান ও কয়েকজন বন্ধু মিলে নগরের গোলপাহাড় এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এলাকার ছোট ভাই জয়ের ফোন পেয়ে ঘটনা কী হয়েছে জানতে লোকমানসহ দুইটি মোটরসাইকেলে করে ছয়জন বাকলিয়া খালপাড় ফুলতলা এলাকায় যান। যারা তাকে আটকে রেখেছে তাদের সঙ্গে কথা বলেন তারা।

এসময় হঠাৎ করে দুইতলা একটি বাড়ির ছাদ থেকে ৭-৮ রাউন্ড গুলি ছোঁড়েন সাইফুল। লোকমানের মাথায় গুলি লাগলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত একটার দিকে লোকমানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সাইফুলকে প্রধান আসামি করে মামলা হয় বাকলিয়া থানায়। লোকমান ও সাইফুল দুজনই নিজ নিজ এলাকায় যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিল। তারা এলাকায় কিশোরদের গ্রুপ নিয়ন্ত্রণ করত।

একুশে/এটি