১০ মাসে এডিপি ব্যয় মাত্র ৫১ শতাংশ

flyবার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে গতানুগতিক চিত্র বদলায়নি। চলতি ২০১৫-১৬ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দের ৪৮ হাজার ২০৪ কোটি টাকা বা ৫১ দশমিক ৩৪ শতাংশ ব্যয় করতে পেরেছে সরকার। এ হিসেবে বাকি দুই মাসে ৪৫ হাজার ৬৮৭ কোটি টাকা খরচ করতে হবে।

চলতি বছরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বরাদ্দসহ ৯৩ হাজার ৮৯৫ কোটি টাকার এডিপি বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, বাকি দুই মাসে এই বিশাল পরিমাণ অর্থ ব্যয় করা কঠিন হয়ে পড়বে। যার ফলে এডিপির বরাদ্দ পুরোপুরি ব্যয় করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আর যদি ব্যয় করা হয়ও, তবে কাজের গুণগত মান নিশ্চিত করা যাবে না।

এডিপি বাস্তবায়নের এ হার গত তিন বছরে সর্বনিম্ন অবস্থায় রয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে একই সময়ে এডিপি বাস্তবায়ন হয়েছিল মোট বরাদ্দের ৫৬ শতাংশ। তার আগের দুই অর্থবছরে এই সময়ে ৫৪ শতাংশ করে এডিপি বাস্তবায়ন হয়েছিল।

এ প্রসঙ্গে আইএমইডি সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী বলেন, ১০ মাসে ৫১ শতাংশ এডিপি বাস্তবায়ন হলেও শেষের দুই মাসে আরো বাড়বে। ঠিকাদারের বকেয়া বিল শেষ মাসেই পরিশোধ হবে। এতে করে এডিপি বাস্তবায়ন বেড়ে যাবে।