সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পায়েল হত্যা : বিচারিক কাজ শুরুর আদেশ, ৮ এপ্রিল সাক্ষ্যগ্রহণ

প্রকাশিতঃ ২ এপ্রিল ২০১৯ | ৭:০৩ অপরাহ্ন

চট্টগ্রাম : পায়েল হত্যা মামলার তিন আসামির বিচারিক কাজ শুরুর আদেশ দিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক আবদুল হালিম।

মঙ্গলবার (২ এপ্রিল) তিনি এ আদেশ দেন। এছাড়া আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ৮ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন পায়েলের আইনজীবী মনজুর আহমেদ আনছারী। এর আগে ২৭ মার্চ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও বিচারক ছুটিতে থাকায় শুনানি হয়নি।

গত বছরের ২১ জুলাই রাতে দুই বন্ধু আকিবুর রহমান আদর ও মহিউদ্দিনের সঙ্গে হানিফ পরিবহনের একটি বাসে করে চট্টগ্রাম থেকে ঢাকার পথে রওনা হওয়ার পর নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল। ২৩ জুলাই মুন্সিগঞ্জ উপজেলার ভাটেরচর সেতুর নিচের খাল থেকে পায়েলের লাশ উদ্ধার করে গজারিয়া থানা পুলিশ।

পায়েলের মৃত্যুর পর তার মামা গোলাম সরোয়ার্দী বিপ্লব বাদী হয়ে চালক জামাল হোসেন, তার সহকারী ফয়সাল হোসেন ও সুপারভাইজার জনিকে আসামি করে মুন্সিগঞ্জের গজারিয়া থানায় ওই হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে তারা জামিনে আছেন।

পায়েলের আইনজীবী মনজুর আহমেদ বলেন, তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আসামি পক্ষের আইনজীবীরা অব্যাহতির আবেদন করলে আদালত তা নাকচ করে আগামী ৮ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। সেদিন বাদীর সাক্ষ্যগ্রহণ করা হবে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ পঞ্চম সেমিস্টারের ছাত্র পায়েলের বাসা চট্টগ্রামের হালিশহর সিডিএ আবাসিক এলাকায়।

একুশে/এসসি