সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ঝড়ের সময় রাজধানীতে ইটের আঘাতে চা দোকানির মৃত্যু

প্রকাশিতঃ ৩১ মার্চ ২০১৯ | ৮:৩২ অপরাহ্ন

ঢাকা : রাজধানীতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের সময় উড়ে আসা ইটের আঘাতে এক চা দোকানদারের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল হানিফ। তিনি রাজধানীর পল্টন এলাকার স্থানীয় চা-দোকানদার।

রবিবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীসহ আশেপাশের এলাকাগুলোর ওপর দিয়ে এই ঝড় বয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

পল্টন থানার এসআই সুজন কুমার জানিয়েছেন, আব্দুল হানিফ পল্টন মোড়ে একটি চায়ের দোকান চালাতেন। কালবৈশাখী ঝড়ের সময় পাশের নির্মাণাধীন একটি ভবন থেকে কয়েকটি ইট উড়ে এসে তার গায়ে পড়ে। এগুলোর আঘাতে তিনি গুরুতর আহত হলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

একুশে/এটি