সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামে ৩৯টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করেছে বিএনপি

প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর ২০১৬ | ৩:৩৮ অপরাহ্ন

BNP-logoচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডের মধ্যে ৩৯টির ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে ৩২টিতে সম্মেলন ও নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জন্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বাকি ৭টি ওয়ার্ডেও নতুন কমিটি গঠনের জন্য আগামী ১ অক্টোবরের মধ্যে আহবায়ক কমিটি ঘোষণা করা হবে।

সোমবার দুপুরে নগরীর জামালখানে একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানান মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, ওয়ার্ড কমিটিগুলোকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এক নেতার একপদ এ নীতিতেই চট্টগ্রাম মহানগর এবং নগরের ৪১ টি ওয়ার্ড কমিটি গঠন করা হবে। আগামী ৩ মাসের মধ্যে এসব ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ও সম্মেলনের মাধ্যমে এসব ওয়ার্ডে নতুন কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, আগামী প্রথম মাসে সদস্য সংগ্রহ অভিযান ও দ্বিতীয় মাসে প্রচারণার কাজ চলবে। তৃতীয় মাসে সম্মেলন ও নির্বাচনের মাধ্যমে নতুন ওয়ার্ড কমিটি গঠিত হবে। এছাড়া আগামী এক মাসের মধ্যে নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

স্বাধীনতা সংগ্রামে অবদানের জন্য জাতির জনক বঙ্গবন্ধুসহ সকলের প্রতি সম্মান জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, রাষ্ট্রের উচিত সকলকে সমান সম্মান দেয়া। কারো স্বাধীনতা পদক কেড়ে নিলেও বীরোত্তম পদক তো কেড়ে নেয়া যাবেনা।

এসময় মহানগর বিএনপির সাধারন সম্পাদক আবুল হাসেম বক্কর, বিএনপি নেতা মোশারফ হোসেন দিপ্তী, ইয়াছিন চৌধুরী লিটন, সামশুল আলম, আনদুল আজিজ, সাইফুল আলম, আশরাফ চৌধুরী, হারুন জামান, কামরুল ইসলাম, কাজী বেলাল, জিএম আইয়ুব, শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।