চট্টগ্রাম : রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট-এর উদ্যোগে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হয়েছে দুই দিনের ক্যারিয়ার ফিয়েস্তা-২০১৯। শুক্রবার দপুরে ‘এক্সপ্লোর ইউর পোটেনশিয়াল’ শিরোনামে এ আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
সেশন স্পিকার হিসেবে প্রথম দিনে বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ এবং মাইন্ড পেপার বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক এজাজুর রহমান, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফী মিজানুর রহমান, সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান।
প্রথমবারের মতো আয়োজিত বৃহৎ এই ক্যারিয়ার ফিয়েস্তায় রেজিস্ট্রেশনের মাধ্যমে কলেজ বিশ্ববিদ্যালয়সহ চাকরি-প্রত্যাশী প্রায় ৭ শতাধিক তরুণ-তরুণী অংশ নিয়েছে। আগামিকাল দ্বিতীয় দিনের সেশনে আয়মান সাদিকসহ দেশের খ্যাতনামা ক্যারিয়ার স্পেশালিস্টরা বক্তব্য রাখেন।
এই ক্যারিয়ার ফিয়েস্তায় বিভিন্ন প্রতিষ্ঠান সরাসরি ইন্টারভিউ’র মাধ্যমে কর্মি নিয়োগ দিচ্ছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, জিপিএইস ইস্পাত, পিটুপি ফ্যামিলি, পিএইচপি ফ্যামিলি, প্যাডরোলো, পেসিফিক জিন্স, প্রাণ আরএফএল, আজাদী জবস, সিএনসি গ্রুপ এবং জেনেক্স।
যেসব পদে নিয়োগ হচ্ছে- এর মধ্যে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সাপ্লাই চেইন অফিসার, আইটি অ্যান্ড ডাটাবেস অফিসার, বিক্রয় প্রতিনিধি, এইচআর এবং এডমিন অফিসার, ফিন্যান্স অফিসার, ম্যানেজমেন্ট ট্রেইনি, কাস্টমার সার্ভিস অফিসার, টু-ডি অ্যান্ড থ্রি-ডি ডিজাইনার, ট্রেইনি ইঞ্জিনিয়ার, ইন্টার্ন সহ বিভিন্ন পদ।