নেত্রকোণায় মানবতাবিরোধী মামলার রায় ঘোষণা কাল

ঢাকা : নেত্রকোণার পূর্বধলা উপজেলার মাওলানা আবদুল মজিদসহ পাঁচজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলার রায় ঘোষণা কাল।

বুধবার (২৭ মার্চ) এ দিন ধার্য করেন বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে আন্তন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনারের তিন সদস্যের বিচারিক প্যানেল । গত ২৮ জানুয়ারি বিচারকাজ শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়।

মজিদ মাওলানা ছাড়া মামলার অপর আসামিরা হলেন, আব্দুল খালেক তালুকদার, কবির খান, আব্দুস সালাম বেগ ও নুর উদ্দিন। আসামিরা সবাই পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা, অপহরণ, নির্যাতন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের ৭টি অভিযোগ আনা হয়েছে।

এই মামলার মোট আসামি ছিলেন ৭ জন। তাদের মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা যান আহাম্মদ আলী (৭৮)। আর মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় মারা যান আরেক আসামি আব্দুর রহমান।

২০১৬ সালের ২২ মে এ মামলায় ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মধ্য দিয়ে মামলার কার্যক্রম শুরু হয়। ১৬ মার্চ তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

১৯৭১ সালের ২১ আগস্ট দুপুর ১টায় রাজাকারবাহিনী নিয়ে বাড়হা গ্রামের আব্দুল খালেককে গুলি করে হত্যার পর কংসনদীর পানিতে মরদেহ ভাসিয়ে দেয়ার অভিযোগে মামলা হয়েছে। শহীদ আব্দুল খালেকের ছোট ভাই মুক্তিযোদ্ধা আব্দুল কাদির বাদি হয়ে ২০১৩ সালে ৪ রাজাকারের বিরুদ্ধে মামলা দায়ের করলেও তদন্তে আরো ৩ জনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আসামি করা হয় ৭ জনকে।

একুশে/আরসি/এসসি