আলোকচিত্রী শহিদুলের মামলার কার্যক্রম স্থগিতে হাইকোর্টের আদেশ বহাল

ঢাকা : আলোকচিত্রী ড. শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা মামলার তদন্ত কার্যক্রম আগামী তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদন নাকচ করে সোমবার (২৫ মার্চ) এ আদেশ দেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন আ্যার্টনি জেনারেল মাহবুবে আলম। শহিদুলের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন।

গত ১৪ মার্চ শহিদুলের মামলার কার্যক্রম স্থগিত করেছিলেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে আলোকচিত্রী ড. শহিদুল আলমের বিরুদ্ধে দায়ের হওয়া এ মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ এবং মামলার তদন্ত কার্যক্রম স্থগিত চাওয়া হয়। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। ২০১৮ সালের ৬ আগস্ট রমনা থানায় মামলাটি দায়ের করা হয়।

একুশে/আরসি/এটি