সুবর্ণচরে গণধর্ষণ: রুহুল আমিনের জামিন বাতিল

ঢাকা : নোয়াখালীর সুবর্ণচরের চরজুবলী ইউনিয়নে এক নারীকে গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি মো. রুহুল আমিনকে দেয়া জামিন বাতিল করেছে হাইকোর্ট।

শনিবার (২৩ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১৮ মার্চ এই বেঞ্চ আসামি রুহুলকে এক বছরের অন্তবর্তিকালীন জামিন দিয়েছিল। দু’দিন পর জামিন প্রাপ্তি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে রাষ্ট্রপক্ষ আসামির জামিন বাতিল চেয়ে সংশ্লিষ্ট আদালতে রিকল পিটিশন দাখিল করে। ওই পিটিশনটি জরুরি ভিত্তিতে শুনানির জন্য আজ সকালে হাইকোর্টের বেঞ্চ বসে এ আদেশ দেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।

একুশে/ডেস্ক/এসসি