রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অন্বেষার শাহাদাত হোসেনের অস্ট্রেলিয়ায় পুরস্কার লাভ

প্রকাশিতঃ ২২ মার্চ ২০১৯ | ৭:৫৩ অপরাহ্ন

ঢাকা : সৃজনশীল প্রকাশনায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ অস্ট্রেলিয়ান লিটারেচার সোসাইটির পক্ষ থেকে বিশেষ সম্মামনা পদক পেয়েছেন বাংলাদেশের অন্বেষা প্রকাশনের সত্তাধিকারী মোহাম্মদ শাহাদাত হোসেন।

শুক্রবার (২২ মার্চ) অস্ট্রেলিয়ার নিউক্যাসেল শহরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে শাহাদাত হোসেনের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট সমাজসেবী মিশেল থমসন।

এসময় শাহাদাত হোসেন আয়োজক সংগঠককে ধন্যবাদ জানিয়ে বলেন, এ পুরস্কার আসলে বাংলাদেশের প্রকাশনা জগতের সৃজনশীলতার প্রতি বিশাল এক স্বীকৃতি। বাংলাদেশের প্রকাশনার মান ধীরে ধীরে বিশ্বমানে উন্নীত হচ্ছে। আগামীতে আমরা বাংলাদেশে আন্তর্জাতিক বইমেলা আয়োজনের চেষ্টা করছি। সেটা সম্ভব হলে পৃথিবীর অন্যান্য দেশের প্রকাশকদের সাথে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে আমাদের সৃজনশীল প্রকাশনার মান আরো উন্নত হবে।

একুশে/এসসি/প্রেসবিজ্ঞপ্তি