চট্টগ্রাম : চট্টগ্রামের প্রথম লাইফস্টাইল এন্ড ফ্যাশন ম্যাগাজিন ক্লিকের উদ্যোগে ‘ক্লিক মডেল হান্ট’ ২০১৬ আয়োজন করেছে প্রকাশনা প্রতিষ্ঠান বিন্দু এ্যাড এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট । চট্টগ্রামে প্রায় অর্ধশত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এই মডেল হান্ট অডিশনের অংশ নিচ্ছেন।
শনিবার সকাল নয়টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমী আর্ট গ্যালারীতে মডেল হান্টের প্রথম রাউন্ড ‘প্রাথমিক বাছাই’ পর্ব শুরু হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মডেল হান্ট প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাখাওয়াত হোসাইন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী’র বার্তা সম্পাদক হাসান আকবর, এয়াকুব গ্রুপের চেয়ারম্যান এয়াকুব আলী, তরুন উদ্যোক্তা রোম্মান আহমেদ।
ক্লিক মডেল হান্ট প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থাকবেন ফ্যাশন ডিজাইনার ও চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ ও সুব্রত বড়ুয়া রণী, দৈনিক আজাদীর সহকারি সম্পাদক কবি রাশেদ রউফ, ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, কাজী শাহতাজ মুনমুন, সুলতানা নুরজাহান রোজী, এইচ এম ইলিয়াছ, নুজহাত নূয়েরী কৃষ্টি, নাট্য ব্যক্তিত্ব সাইফুল আলম বাবু এবং ফ্যাশন ফটোগ্রাফার দীপক গুপ্ত ।
চট্টগ্রামের প্রতিটি পাড়া মহল্লা থেকে প্রতিভাবান অভিনয় শিল্পী ও মডেলদের খুঁজে বের করতে এবার প্রথম বারের মতো মডেল হান্ট প্রতিযোগিতার আয়োজন করেছে লাইফস্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন ক্লিক ।
চারধাপে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার মাধ্যমে বেস্ট মডেল ও অভিনয় শিল্পী নির্বাচন করবে ১০ জনের বিচারক প্যানেল।
এ বিষয়ে জানতে চাইলে ক্লিক সম্পাদক জালালউদ্দিন সাগর বলেন, মূলত যোগ্য ও প্রতিভাবান মডেল ও অভিনয় শিল্পী খুঁজে বের করতে ক্লিকের এই উদ্যোগ।