রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাংবাদিক মিম!

প্রকাশিতঃ ২৪ সেপ্টেম্বর ২০১৬ | ১:৫৬ পূর্বাহ্ন

mimক্যারিয়ারের দশ নম্বর ছবি হাতে নিলেন মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’-এ কলকাতার অভিনেতা ওমের সঙ্গে দেখা যাবে তাকে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে এর চিত্রায়নে অংশ নেবেন তিনি।

এ ছবিতে মিমের চরিত্রটি একজন সাংবাদিকের। যদিও এ চরিত্রে প্রথমে পরীমনি ও পরে এমি অভিনয় করছিলেন। কিন্তু কাজ শুরুর কিছুদিন পর একে একে বাদ দেওয়া হয়েছে তাদেরকে।

এদিকে বাবা-মা ও বোন প্রজ্ঞা সিনহা সাহা মমিকে নিয়ে মাসখানেকের মতো অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বেড়িয়ে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় ফিরেছেন মিম। সম্প্রতি সৌন্দর্য সাবান লাক্সের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তিনি।

কলকাতার নায়কদের মধ্যে এর আগে সোহমের সঙ্গে ‘ব্ল্যাক’ ছবিতে অভিনয় করেন মিম। তার অভিনীত অন্য চলচ্চিত্রগুলো হলো ‘আমার আছে জল’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘জোনাকির আলো’, ‘তারকাঁটা’, ‘পদ্ম পাতার জল’, ‘সুইটহার্ট’ এবং মুক্তি প্রতীক্ষিত ‌‘আকাশে বাতাসে রটিয়ে দিলাম’ ও ‘আমি তোমার হতে চাই’।