বাসচাপায় নিহত আবরার : ৭ দিনের মধ্যে ১০ লাখ টাকা দিতে হাইকোর্টের নির্দেশ

ঢাকা : রাজধানীর নদ্দায় প্রগতি সরণিতে বাস চাপায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরারের পরিবারকে ৭ দিনের মধ্যে ‘জরুরি খরচ’ বাবদ ১০ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

বুধবার (২০ মার্চ) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চ রুলসহ সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষকে এ আদেশ দেন। একই সাথে স্বরাষ্ট্র সচিব, সড়ক ও সেতু সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিআরটিএ, সুপ্রভাত পরিবহনসহ আট বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গতকাল বাস চাপায় আবরার নিহত হলে তাঁর মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বুধবার হাই কোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

আদালত তখন এ আইনজীবীকে রিট আবেদন করতে বললে কাজল হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আবেদনটি করেন। তার ওপর প্রাথমিক শুনানি নিয়ে আদালত পরে এ আদেশ দেন।

একুশে/এসসি