চট্টগ্রাম : কক্সবাজারের টেকনাফে একটি স্টিল ওয়ার্কশপে অভিযান চালিয়ে ২৪ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের খবর জানিয়েছেন র্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব।
বুধবার (২০ মার্চ) সকালে টেকনাফ পৌরসভার বিজি রোড নামক এলাকার নুর মোহাম্মদ মার্কেট থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার
করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
আটকরা হলো, গাজীপুরের কলোমাচর এলাকার মকুল আহমেদের ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন (৩৪) ও ফেনী জেলার পশ্চিম চিলিনিয়া এলাকার আব্দুল কাদেরের ছেলে মোশাররফ হোসেন।
লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব বলেন, স্টিলের ওয়ার্কশপের আড়ালে ইয়াবার চালান পাচার করছে এমন গেপান সংবাদের খবর পেয়ে, বুধবার সকালে র্যাবের একটি দল নুর মোহাম্মদ মার্কেটে অভিযান চালায়। এসময় অভিনব পদ্ধতিতে লুকানো স্টিলের পাইপের ভেতর থেকে ২৪ হাজার ৩শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এসময় দুই জনকে আটক করা হয়।
একুশে/ডেস্ক/এসসি