ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিনা দোষে প্রায় ৩ বছর কারাগারে থাকার পর উচ্চ আদালতের আদেশে মুক্তি পাওয়া জাহালমকে নিয়ে চলচ্চিত্র, নাটক বা কোনো ধরনের ডকুমেন্টারি নির্মাণের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।
দুদকের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চে জাহালম সংক্রান্ত বিচারাধীন রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা দেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
প্রসঙ্গত সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতি মামলার আসামি আবু সালেক নামের একজন। কিন্তু জাহালমকে আবু সালেক হিসেবে চিহ্নিত করে ২৬টি মামলায় আসামি করা হয়।
প্রায় তিন বছর কারাভোগ করে হাইকোর্টের নির্দেশে গত ৩ ফেব্রুয়ারি তিনি মুক্তি পান। তাঁর কষ্টের কাহিনি নিয়ে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন মারিয়া তুষার।