হলিউড জয় তো আগেই হয়েছে। এবার দীপিকা জয় করতে চলেছেন হলিউডে সময়ের সেরা নক্ষত্রটি। শোনা যাচ্ছে বিশ্বখ্যাত অভিনেতা টম ক্রুজের বিপরীতে অভিনয় করবেন বলিউডের এই মিষ্টি মেয়ে।
সম্প্রতি দীপিকা ‘ট্রিপল এক্স’র সিক্যুয়্যাল ‘দ্য জেন্ডার কেস’ দিয়ে হলিউডে নাম লিখিয়েছেন। এই ছবিটিতে নায়ক হিসেবে আছেন ‘ফাস্ট এন্ড ফিউরিয়্যাস’ খ্যাত তারকা ভিন ডিজেল।
কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে আরো এক নতুন গুঞ্জন। খুব শিগগিরই নাকি তাকে দেখা যাবে হলিউড সুপারস্টার টম ক্রুজের বিপরীতেও। স্পটবয়ের বরাত দিয়ে জানা গেছে, হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দ্য ম্যামি’র চতুর্থ সিক্যুয়্যাল ‘দ্য ম্যামি রিবুট’ ছবিটির জন্যে অডিশন দিয়েছেন দীপিকা। একই ছবিতে কাজ করার জন্য অডিশন দিয়েছিলেন আরেক বলিউড অভিনেত্রী হুমা কোরেশীও। কিন্তু হুমাকে প্রত্যাখান করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আর এ কারণেই ‘দ্য ম্যামি রিবুট’ ছবিতে টম ক্রুজের বিপরীতে দীপিকার কাজ করার সুযোগ মিলেছে।
জানা গেছে, ছবিটিতে ৩০ বছর বয়সী দীপিকাকে দেখা যাবে একজন মিশরীয় নারীর ভূমিকায়। অ্যালেক্স কার্টজম্যান পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করবেন হলিউড অভিনেত্রী সোফিয়া বাউটেলা। ‘দ্য মামি রিবুট’ মুক্তি পাবে ২০১৭ সালের জুনে।