গ্যাটকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ১৭ এপ্রিল

ঢাকা : গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৭ এপ্রিল ধার্য করেছে আদালত।

সোমবার (১৮ মার্চ) এ দিন ধার্য করেন পুরান ঢাকার আলিয়া মাদরাসা মাঠে অবস্থিত ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালত তিন এর বিচারক সৈয়দ দিলজার হোসেন। এদিন বেগম জিয়াকে আদালতে হাজির করা হয়নি। কারাকর্তৃপক্ষ আদালতকে জানিয়েছেন, তিনি অসুস্থ।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল শুনানিতে বলেন, আজ অভিযোগ গঠন শুনানির দিন ধার্য রয়েছে। খালেদা জিয়া জেলখানায় আছেন। জেল কর্তৃপক্ষ তাকে হাজির করেনি। তার অনুপস্থিতিতে অভিযোগ গঠন শুনানি হতে পারে।

অপরদিকে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, বিএনপি চেয়ারপার্সন শারীরিকভাবে অসুস্থ। এ কারণে তাকে আদালতে হাজির করেনি কারাকর্তৃপক্ষ। তার অনুপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি হতে পারে না। তাছাড়া মামলার প্রয়োজনীয় কাগজ না পাওয়ায় সময় চান তিনি। উভয়পক্ষের শুনানি শেষে এ দিন ধার্য করেন বিচারক।

রাজধানীর কমলাপুর সিএসডি ও চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ গ্যাটকোকে পাইয়ে দিতে রাষ্ট্রের প্রায় ১৫ কোটি টাকা অনিয়মের অভিযোগে ২০০৭ সালে খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক। পরের বছর ২৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়া হয়। এতে অভিযুক্ত আরাফাত রহমান কোকোসহ ৬ আসামি ইতোমধ্যে মারা গেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) পাইয়ে দেয়া হয়েছে। এর মধ্য দিয়ে রাষ্ট্রের প্রায় এক হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে ১৭ বছর দণ্ডিত হয়ে গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগরে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

একুশে/আরসি/এসসি