চট্টগ্রাম : ঐতিহাসিক ৭ মার্চ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে কমার্স কলেজ ডিবেটিং সোসাইটি (সিসিডিএস)-এর অায়োজনে “বঙ্গবন্ধু ব্যতীত বাংলাদেশের স্বাধীনতা একটি কল্পনামাত্র” শিরোনামে বক্তৃতা প্রতিযোগিতা সিসিডিএস কাযর্লয়ে অনুষ্ঠিত হয়েছে। সিসিডিএসের উদ্যোগে সাপ্তাহিক জাতীয় সংগীত পরিবেশন কাযর্ক্রমেরও উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ।
সিসিডিএসের চিফ মডারেটর ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ কামাল হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ ও সিসিডিএসের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আইয়ুব ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু মোঃ রহিম উল্লাহ, সহযোগী অধ্যাপক সুসেন কুমার বড়ুয়া, ফিন্যান্স বিভাগের বিভাগীয় প্রধান মো. নুরুল ইসলাম চৌধুরী, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ হাসেম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান রিজওয়ানা জেরিন খান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অাবু সাইদ, শিক্ষক পরিষদের সম্পাদক ও সিসিডিএসের মডারেটর এস.এম রুবাইয়াত ফাহিম, অর্থনীতি বিভাগের প্রভাষক ও সিসিডিএসের মডারেটর ফারজানা আইরিন, কলেজ ছাত্রলীগের সভাপতি সাব্বির চৌধুরী, সিসিডিএসের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন প্রেসিডেন্ট তাওহীদুল কবির এবং প্রাক্তন সেক্রেটারি সাদ্দাম হোসেন সোহাগ।
প্রধান অতিথি প্রফেসর আইয়ুব ভূঁইয়া বলেন, “দূরদর্শিতা, ক্যারিশমাটিক লিডারশিপ, অপরিসীম ত্যাগ, মানুষের প্রতি গভীর মমত্ববোধ বঙ্গবন্ধুকে সাড়ে সাতকোটি মানুষের কাছে মুক্তির দূত হিসেবে পরিণত করেছিল। যার ফলশ্রুতিতে ৭ মার্চের ভাষণের প্রতিটি শব্দ বাঙালি হৃদয়ে অগ্নিস্ফুলিঙ্গ তৈরি করেছে, প্রতিটি মানুষ হয়ে উঠেছিল এক একজন মুজিব। বঙ্গবন্ধু নিজেকে অবিসংবাদিত নেতায় পরিণত করতে পেরেছিলেন বলেই আমরা প্রায় শূন্য হাতে পরাক্রমশালী সেনাবাহিনীকে প্রতিরোধ করে বিজয় অর্জন করতে পেরেছিলাম।”
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে ফারজানা রহমান, ফারহানা আকরাম পুস্প ও সৈয়দা মারজানা ইউসুফ নীতি।
সিসিডিএসের সেক্রেটারি হিমেল দে শুভ’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট আরসেল আজিম মোহন। উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মোঃ আরাফাত ইসলাম, জয়েন্ট সেক্রেটারি আহসান আলী রিয়াজ, তাসফিয়া আক্তার অনন্যা, অর্গানাইজিং সেক্রেটারি সানজিদা আফরোজ, ট্রেইনিং ও প্র্যাকটিস সেক্রেটারি সাবরিনা মমতাজ মিথুন, অফিস সেক্রেটারি সৈয়দা মারজানা ইউসুফ নীতি, মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মো. তৌফিকুর রহমান, রিসার্চ এন্ড এনালাইসিস সেক্রেটারি মাহমুদুল হক চৌধুরী ইহাব, ক্লাব কর্মকর্তা মোঃ ইসমাঈল, আলিম, অাতিক, তনিমা, শাফিন চৌধুরী, আজমাইন, সাদমান প্রমুখ।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি