প্রধানমন্ত্রীকে কটূক্তি : ফিফার কাউন্সিলর কারাগারে

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মামলায় ফিফার কাউন্সিল সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে কিরণকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (১২ মার্চ) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক সরাফুজ্জামান আনসারী বাদীর জবানবন্দি গ্রহণ করে কিরণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।

শনিবার (১৬ মার্চ) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক আবু সুফিয়ান মো. নোমান শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

একুশে/এসসি