রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

মিরসরাইয়ে স্বাধীনতা মেলার উদ্বোধন করলেন ইঞ্জিনিয়ার মোশাররফ

| প্রকাশিতঃ ১৬ মার্চ ২০১৯ | ১২:০৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাইয়ে ১৭দিন ব্যাপী স্বাধীনতা মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) বিকেলে আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

স্বাধীনতা মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ও মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের আহ্বায়ক ও মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান।

অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিতেন্দ্র প্রসাদ নাথ মন্টু, সদস্য মহিউদ্দিন রাশেদ, খোরশেদ আলম আজাদ, নবনির্বাচিত মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন শাহীন কাকলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, এএসপি সার্কেল শাসছুদ্দিন সালাহ্ উদ্দিন, মিরসরাই থানার অফিসার জাহেদুল কবীর, বারইয়ারহাট পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, সাবেক মেয়র এম শাহজাহান, নবাগত উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা পেন্সি, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিহির কান্তি নাথ, করেরহাট ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মঘাদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোছাইন মাস্টার।

উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-দপ্তর দপ্তর সম্পাদক তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল গণি, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীদুল কাদের চৌধুরী, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী বেলাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মহি উদ্দিন, মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মামুনুর রশীদ, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন দিদার, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল চৌধুরী, আমরা মুক্তিযোদ্ধা সন্তান মিরসরাই উপজেলা শাখার সভাপতি নয়ন কান্তি ধুম প্রমুখ।

স্বাধীনতা মেলায় প্রতিদিন স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারণ ও শেষপর্বে তারকা শিল্পীদের নিয়ে কনসার্ট থাকবে বলে মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, উদ্বোধনী অনুষ্ঠানে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশা ও কনসার্ট পর্বে জনপ্রিয় সংগীত শিল্পী শাহনাজ বেলীর মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত দর্শকরা বিহোমিত হন।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি