সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

প্রত্যেক নেতাকর্মীর নামে সরকার মামলা দিয়েছে: খালেদা জিয়া

প্রকাশিতঃ ২২ সেপ্টেম্বর ২০১৬ | ১০:৩৭ পূর্বাহ্ন

khaledaবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে কারাগারে পরিণত করেছে। বিএনপির যত নেতাকর্মী আছে, প্রত্যেকের নামে তারা মামলা দিয়েছে। বিরোধী নেতা-কর্মীরা ঠিক মতো ঘুমাতেও পারছে না।

মঙ্গলবার বিকেলে সৌদি বিএনপির নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বেগম খালেদা জিয়া এসব কথা বলেন। মদিনায় হিলটন হোটেলে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হয়।

সৌদি নেতাদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, আপনারা দলের জন্য এক সাথে সবাই মিলে কাজ করুন, ইনশাআল্লাহ গণতন্ত্র ফিরে আসবে। দেশে থাকা নিজ এলাকার নেতাকর্মীদের নিয়মিত খোঁজ খবর রাখার চেষ্টা করুন। পবিত্র জায়গায় থাকেন, দেশের জন্য আপনারা দোয়া করবেন।