চট্টগ্রাম : নারী-দিবস মানেই নারীর প্রতি সহিংসতা রোধে এগিয়ে আসার জন্য জাগ্রত হওয়া। আর নারী জাগরণের জন্য প্রয়োজন সমাজের নারীদের একাত্মতা।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু তে নারীকল্যাণ মঞ্চের উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।
নারীকল্যাণ মঞ্চের আহ্বায়ক আরিকা মাইশার সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জেবুন্নাহার লীনা, চটট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট পাইরিন অাক্তার।
উপস্থিত ছিলেন নারীকল্যাণ মঞ্চের সদস্য সামিয়া কুদ্দুস প্রমুখ।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি