ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার দেশে থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে বদ্ধ পরিকর। তাই যখন দেশের বিভিন্ন স্থান থেকে আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাস ও জঙ্গিদের গ্রেফতার করছে তখন বিএনপির নেতারা সেসব জঙ্গি-সন্ত্রাসীদের হয়ে কথা বলছে।
তিনি বলেন, বিএনপি বলছে সরকার নাকি তাদের দমন করতে চাইছে। প্রকৃতপক্ষে মির্জা ফখরুলসহ বিএনপির অন্যান্য নেতারা এসব জঙ্গি-সন্ত্রাসীদের পক্ষে কথা বলে প্রমাণিত করছে যে বিএনপিই এদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা।
মঙ্গলবার বিকেলে দলের ধানমন্ডীস্থ সভানেত্রীর কার্যালয়ে সম্মেলন উপলক্ষে গঠিত প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের এক বৈঠক শেষে দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ সাংবাদিকদের এসব কথা বলেন।
আওয়ামী লীগের ২০তম সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে বলেও জানান ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের সম্মেলনের স্লোগান নির্ধারণ করে দিয়েছেন। এবার স্লোগান হবে, ‘উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার।’
হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের মানুষের হৃদয় জয় করার জন্য উন্নয়নের মহাসড়কের চাকা আরো বেগবান করা হবে। ক্ষমতার ধারাবাহিকতা রক্ষা করার জন্য নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের হৃদয় জয় করতে চায় এ সম্মেলনের মাধ্যমে।’
‘সাথে সাথে ২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় দেশের অবস্থা কোথায় ছিল, ২০০৯ সালে আওয়ামী লীগের ক্ষমতায় আরোহণ করার সময় দেশের অবস্থা কি ছিল এবং আওয়ামী লীগের দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর বর্তমানে দেশের অবস্থা কি এর তুলনামূলক তথ্য বিবরণী তুলে ধরার জন্য একটি বুকলেট সবার হাতে তুলে দেওয়া হবে।’