বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচলের সালমান খানের বিয়ে নিয়ে ভক্তদের যেন আগ্রহের শেষ নেই। এ থেকে পিছিয়ে নেই ভারতীয় গণমাধ্যমগুলো। এজন্য প্রায়ই তাকে ও তার পরিবারের সদস্যদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সালমানের বিয়ে নিয়ে প্রশ্ন করা হয় তার ভাই আরবাজ খানকে। উত্তরে তিনি বলেন, এটি আমার বিষয় নয়, তার ব্যক্তিগত বিষয়। সে কখন কাকে বিয়ে করবে এটি তার ব্যাপার। তার ব্যক্তিগত বিষয়ে অন্যান্যরা যা জানে আমিও তাই জানি।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, চলতি বছরের শেষের দিকে কথিত প্রেমিকা ইউলিয়া ভান্তুরকে বিয়ে করতে যাচ্ছেন সালমান খান। যদিও এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। খবর: টাইমস অব ইন্ডিয়া।