সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আইএসের তথ্যমন্ত্রী আল ফায়াদ নিহত: পেন্টাগন

প্রকাশিতঃ ১৭ সেপ্টেম্বর ২০১৬ | ১২:৩১ অপরাহ্ন

is jongiসিরিয়ায় বিমান হামলায় তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম জ্যেষ্ঠ নেতা ওয়ায়িল আদিল হাসান সালমান আল ফায়াদ নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) ।

ড. ওয়ায়িল’ নামেও পরিচিত আল ফায়াদ আইএসের তথ্যমন্ত্রী ছিলেন বলে জানিয়েছে বিবিসি। তিনি আইএসের শিরশ্ছেদ করার প্রপাগান্ডামূলক ভিডিও তৈরির বিষয়গুলো দেখতেন।

৭ সেপ্টেম্বর সিরিয়ার রাক্কার কাছে চালানো বিমান হামলায় তিনি নিহত হন বলে জানিয়েছে পেন্টাগন।

গত মাসে সিরিয়ায় আরেকটি বিমান হামলায় নিহত আইএসের শীর্ষ কৌশলবিদ আবু মুহাম্মদ আল আদনানির ঘনিষ্ঠজন ছিলেন ফায়াদ।

আইএসের বিকল্প নাম ব্যবহার করে দেওয়া এক বিবৃতিতে পেন্টাগনের তথ্য সচিব পিটার কুক বলেন, আইএসআইএলের (আইএস) জ্যেষ্ঠ নেতাদের সরিয়ে দেওয়ায় এর দখলকৃত ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ, পরিকল্পনার সামর্থ্য, অর্থ সরবরাহ এবং অঞ্চলটির ভিতরে ও বাইরে সরাসরি আক্রমণের সক্ষমতা হ্রাস পেয়েছে।

চিরতরে আইএসআইএলকে নির্মূল না করা পর্যন্ত জোটের অংশীদারদের নিয়ে এর বিরুদ্ধে অভিযান আরো গতিশীল করার ধারা অব্যাহত রাখবো আমরা, বলেন কুক।

ফায়াদ আইএসের নেতৃস্থানীয় গোষ্ঠী শুরা কাউন্সিলের সদস্য ছিলেন বলে জানিয়েছেন কুক।

গত সপ্তাহের মাঝামাঝি পেন্টাগন জানিয়েছিল, আইএসের প্রধান প্রচারক ও মুখপাত্র আবু মুহাম্মদ আল আদনানি অাগস্টে উত্তর সিরিয়ায় তাদের বিমান হামলায় নিহত হয়েছেন।