রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

চাক্তাই অগ্নিকাণ্ডে শিখন কেন্দ্রের দুই শিক্ষার্থীর মৃত্যুতে শোক

| প্রকাশিতঃ ১৭ ফেব্রুয়ারী ২০১৯ | ৫:৪০ অপরাহ্ন

চট্টগ্রাম : নগরীর চাক্তাই ভেড়া মার্কেট এলাকায় অগ্নিকাণ্ডে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) পরিচালিত আশার আলো শিশু শিখন কেন্দ্রের শিক্ষার্থী জাকির হোসেন (১২) এবং নাজমা আক্তার (৯)-এর মৃত্যুতে সংস্থার পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।

একুশে পত্রিকায় পাঠানো এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয় ঝরেপড়া শিশুদের শিক্ষা সম্পৃক্তকরণ এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াসে এসব শিশু শিখন কেন্দ্র যুগান্তর পরিচালনা করে আসছে। আজকের ঘটনায় আমরা খুবই মর্মাহত। নিহত শিশুদের আত্মার শান্তি কামনা করছি। পাশাপাশি সকল ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

বিবৃতিতে বলা হয়, অগ্নিকাণ্ডে শিখন কেন্দ্রের ৪টি কেন্দ্র ক্ষতিগ্রস্থ এবং ৩৫ জন শিক্ষার্থীর পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। অগ্নিকাণ্ডে শিখন কেন্দ্র, কেন্দ্রের উপকরণ এবং শিক্ষার্থীদের সকল উপকরণ পুড়ে গেছে। এ অবস্থায় সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মীদের ক্ষতিগ্রস্থদের পাশে থাকার জন্য সংস্থার পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, বিগত ২০১৭ সাল থেকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহযোগিতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে ৯৫টি শিশু শিখন কেন্দ্র পরিচালনা করছে। যেখানে ঝরেপড়া ১৮৫২ জন শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করছে।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি