মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জ সদর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নাম হুমায়ুন কবির (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত ২টার দিকে উপজেলার মহাকালী ইউনিয়নের তালেশ্বর সেতুর নিচে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত হুমায়ুন একজন চিহ্নিত নৌডাকাত। তাঁর বিরুদ্ধে ছয়টি ডাকাতির মামলা রয়েছে। তিনি উপজেলার কালিরচর গ্রামের বাসিন্দা। রোববার (১৭ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন।
এদিকে, কুষ্টিয়া সদর উপজেলায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে নাজমুল মালিথা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত নাজমুল দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী।
শনিবার মধ্যরাতে উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদহ এলাকার গড়াই নদীর বালুচরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ৬০০ ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে। এ ঘটনার সময় পুলিশের চার সদস্য আহত হয়েছেন বলে দাবি করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।
একুশে/আরএইচ/এটি