যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন সুস্থ এবং প্রেসিডেন্টের দায়িত্ব পালনের যোগ্য। তার ডাক্তাররা এ কথা বলেছেন।
হিলারির প্রচারণা শিবির থেকে তার স্বাস্থ্য সম্পর্কিত সর্বশেষ বিবৃতিতে এ কথা বলা হয়। এতে আরো বলা হয়, নিউমোনিয়া ধরা পড়ার পর তার স্বাস্থ্যের ক্রমাগত উন্নতি ঘটছে।
নির্বাচনে হিলারির প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য প্রকাশের পর ডেমোক্রেটিক দল থেকে এ বিবৃতি প্রকাশ করা হয়।
৯/১১ হামলা স্মরণে আয়োজিত অনুষ্ঠানে হিলারি হঠাৎ প্রায় অচেতন হয়ে পড়েন। এরপর তিনি নিউইয়র্কে মেয়ের বাসায় বিশ্রাম নেন। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন বলে তখন জানা যায়। চার দিন চিকিৎসার পর নির্বাচনী প্রচারকাজে ফিরে এসেছেন তিনি। সূত্র: এএফপি