চট্টগ্রাম : পাথরঘাটা সিটি কর্পোরেশন কলেজের নতুন ভবন উদ্বোধন করতে পাথরঘাটা গিয়েছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। অনুষ্ঠান শেষ করে গাড়িতে উঠার সময় হঠাৎ লক্ষ করলেন দুই স্ট্রিট সিংগার একদল কিশোর নিয়ে গানে গানে ময়লা- আবর্জনা পরিস্কার করছেন।
এ দৃশ্য দেখে মেয়র গাড়ি থেকে নেমে সোজা চলে যান পরিচ্ছন্নতা চালানো গায়ক দলের কাছে। মেয়রকে কাছে পেয়ে তাদের উৎসাহ বেড়ে যায়। সমস্বরে সুর তুললেন ’রাস্তা হবে পরিস্কার, বর্জ্য হল দুই প্রকার। সুন্দর করব পরিবেশ, সবাই মিলে গড়ব দেশ।’ মেয়রকে পাশে রেখে এভাবেই গানে গানে তারা আবর্জনা পরিস্কার করছিলেন। মেয়রই বা বাদ যাবেন কেন, শেষমেশ তিনিও তাদের সঙ্গে সুর মেলান। এমন দৃশ্যে স্থানীয়রা এসে জড়ো হন সেখানে।
উপস্থিত জনদের উদ্দেশ্যে মেয়র বলেন, আমাদের চারপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখা আমাদেরই নৈতিক দায়িত্ব। সদিচ্ছা, সচেতনতা থাকলে যে কোনো উপায়ে কাজ করা যায়। নগর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সিটি কর্পোরেশন একার নয়। নাগরিক সমাজ সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এ নগরকে পরিচ্ছন্ন রাখতে হবে। অনেক স্বেচ্ছাসেবী সংগঠন, সচেতন ছাত্র-ছাত্রীদেরকে একান্ত উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে দেখা যায়। এতে আমি অভিভূত হই। ভাল লাগে। এমন কাজের মধ্য দিয়ে পরিচ্ছন্নতা ও সচেতনতা দুই ধরনের কাজই সম্পন্ন হয়। একজনকে দেখে আরেক জন উদ্বুদ্ধ হয়। আজ এখানে এসে দেখলাম ছোট ছোট ছেলেদের নিয়ে দুই গায়ক গিটার বাজিয়ে বাজিয়ে ময়লা পরিস্কার করছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। শেষে মেয়র পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো দলকে অর্থসম্মাননাও দেন।
এসময় পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর ইসমাঈল বালি, সংরক্ষিত কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা উপসচিব সুমন বড়ুয়া, পাথরঘাটা সিটি করপোরেশন কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি জালাল উদ্দিন আহমেদ ইকবাল, ফজলে আজিজ, অধ্যক্ষ ফরহাদুর রহমান চৌধুরী, পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগ আহবায়ক আফছার আহমেদ, যুগ্ম আহ্বায়ক আশফাক আহমেদ, আনিসুর রহমান ইমনসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একুশে/এটি