সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ভূমিমন্ত্রীর কাছে লবণ-মালিকদের অসহায় আত্মসমর্পণ!

প্রকাশিতঃ ৯ ফেব্রুয়ারী ২০১৯ | ৬:০৮ অপরাহ্ন

আকমাল হোসেন : শনিবার বিকেলে কর্ণফুলীর উচ্ছেদ অভিযান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের ব্রিফিং শেষে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর কাছে গিয়ে অসহায় আত্মসমর্পণ করেন লবণ-মালিক ও শ্রমিকেরা।

তারা মন্ত্রীর সামনে অসহায়ত্ব প্রদর্শন করেন। বলেন, স্যার উচ্ছেদ অভিযানের মুখে পড়ে আমরা তো পথে বসেছি, আমরা কোথায় যাবো, কে দেবে আমাদের ঠিকানা। বলেই তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে ভূমিমন্ত্রীর কাছে আকুতি জানান।

মন্ত্রী ক্ষতিগ্রস্থ লবণ-মালিক ও শ্রমিকদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের আশ্বস্ত করেন। তিনি বলেন, যেহেতু জায়গাগুলো এতোদিন অবৈধ দখলে ছিলো সুতরাং এসব দখলমুক্ত করতে উচ্ছেদ করতেই হবে। আর এটি করতে গিয়ে আপনারা সাময়িক ক্ষতিগ্রস্থ হলে সরকার তা বিবেচনা করবে।

এসময় উদাহরণ টেনে মন্ত্রী বলেন, এক সময় কুমিল্লা-দাউদকান্দি ব্রিজের নির্মাণকালে বলা হয়েছে, আহা এসব লোকদের কী হবে, ব্রীজ হলে তারা চলবে কেমনে। কিন্তু দেখুন ব্রিজ নির্মাণের পর তাদের আয় বৃদ্ধি পেয়েছে। সবার অবস্থার পরিবর্তন হয়েছে। সুতরাং আপনারা ধৈর্য ধরুন। আপনাদেরও একটা ভালো ব্যবস্থা হবে। আমরা তো আপনাদের জন্যই কাজ করি। সুতরাং আপনারা অপেক্ষা করুন। দেখুন আপনাদের উপকার হয় কিনা। এখানে যখন সব ঠিক হবে তখন আপনাদের অবস্থার পরিবর্তন আসবে। বলেন ভূমিমন্ত্রী।

পরে লবণ-মালিকেরা উচ্ছেদ-অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী ভূমি কমিশনার তাহমিলুর রহমানের কাছে অনুযোগ করে বলেন, আমাদের প্রায় আড়াই হাজার শ্রমিক বেকার হয়ে গেছে, এখন কীভাবে চলবে তারা?

তাহমিলুর রহমান বলেন, আমার জানা মতে এখানে এতো শ্রমিক নেই। তবুও আপনারা যেহেতু বলছেন এ ব্যাপারে একটা সুরাহা হবে। আগে যেখানে একটা ট্রাক ঢুকতো এখন এ খালি জাগায় ৫শ’ ট্রাক দাঁড়াতে পারবে এবং কোনো শ্রমিকের কাজ বন্ধ হবে না। বরং আরো লোকের কাজের সুযোগ হবে।

একুশে/এএইচ/এটি