প্রধানমন্ত্রীর নামে খোলা ৭৩২টি ফেইসবুক আইডি বন্ধ


ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খোলা ৭৩২টি ভুয়া ফেইসবুক আইডি বন্ধ করা হয়েছে।

এগুলোসহ অপপ্রচারে ব্যবহৃত মোট ১ হাজার ৩০০টি ফেইসবুক আইডি গত এক মাসে বন্ধ করা হয়েছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেলের (এনটিএমসি) উদ্যোগে।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন এনটিএমসির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান।

তিনি বলেন, ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তারা এই ভুয়া একাউন্টগুলো বন্ধ করেন। গত এক মাসে ১২শ থেকে ১৩শ ফেইক আইডি বন্ধ করেছি আমরা। তারমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নামেই ৭৩২টি ফেইক আইডি ছিল।