সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বায়েজিদ থানা ছাত্রলীগের জঙ্গীবাদ বিরোধী মিছিল-সমাবেশ

প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর ২০১৬ | ৬:৫৮ অপরাহ্ন

14315457_1246632735381569_261399863_oচট্টগ্রাম: জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের বায়েজিদ বোস্তামি থানা শাখা। সোমবার বিকেলে নগরের ৩নং ওয়ার্ড নয়ারহাটে এ কর্মসূচী পালন করা হয়।

নগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য তানভিরুল আলম অপুর সভাপতিত্বে ও পোর্টসিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ইমরান হোসেন তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বায়েজিদ থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল নবী লেদু।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সেলিম রনি, আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু, ৩নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ সভাপতি সাইফুদ্দীন বাবুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক আরিফ উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরমান।

14203418_1246632555381587_1070594332_oউপস্তিত ছিলেন- ৩ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মিজান, আলভী, ওসমান, মহিম, ওয়াজেদ, মিজান, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ন-আহ্বব্বায়ক ওয়াহেদ বুল বুল অর্পন, কমার্স কলেজ ছাত্রলীগ নেতা আরিফ, আমির।

অন্যদের মধ্যে ছিলেন- ৩নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মনির, নয়ন, জয়, সজীব, হাসান, ফাহিম, ২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আলি জিসান, চয়ন, তানভীর রানা, রনি নাথ, রিয়াস, মেহেদী, আকাশ, জয় নাথ, ঈমন প্রমুখ।

সমাবেশ বক্তারা বলেন- এলাকাবাসীকে সাথে নিয়ে ৩নং ওয়ার্ড থেকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের প্রতিহত করা হবে।

অতিদ্রুত এসব অপকর্মের সাথে জড়িতদের গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান বক্তারা।