সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ঢাকা উত্তর, দক্ষিণে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি

প্রকাশিতঃ ১১ সেপ্টেম্বর ২০১৬ | ১০:৩৭ অপরাহ্ন

al awamiঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সুবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আওয়ামী লীগের কমিটিতে উত্তরে ৭৮ জন ও দক্ষিণে ৭৫ জন রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের কমিটি অনুমোদন করেছেন।

দুই কমিটিতে ৬৯ জন কার্যনির্বাহী সদস্যের সঙ্গে উত্তরে নয় সদস্যের ও দক্ষিণে ছয় সদস্যের উপদেষ্টা পরিষদ রাখা হয়েছে।