ঢাকা : গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য বকশীবাজার বিশেষ আদালতে হাজির করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। গত ১৬ জানুয়ারি গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের জন্য খালেদা জিয়াসহ সব আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দেন বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়।
ওই দিন অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। মামলার আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।পায়ে ফোঁড়া ওঠায় তাকে আদালতে হাজির করাতে পারেনি কারা কর্তৃপক্ষ।
একুশে/এসসি