আমি মুক্তি চাই।
এক-বিংশ শতকের মুক্তি।
না হয় ঊনবিংশ-সত্তর দশকের মতো
লাশ হয়ে ফিরবো,
শহীদের স্বাদ নিবো।।
আমি বাঙ্গালী
স্বদেশের সংস্কৃতি-সাংস্কৃতি আদর্শিত
মোর এ-হৃদয়ে বহমান,
এটাই আমার পরিচয়।।
আমি আপামর মাঠির,মাঠির মানুষের,
আমি সমাজের, আমি স্বদেশের,
আমৃত্যু নয়! ইতিহাসের কলরবে।।
বিন-দেশের সংস্কৃতির স্বাদ আমাকে
এখনও গ্রাস করতে পারেনি,হয়তো আর-নাহ্!
তবে স্বদেশীদের যুদ্ধ এখনও চলমান,
হাজারো প্রেক্ষিতে-জীবন নামক প্রেক্ষাগৃহে।।
আমি মুক্তি চাই
মানবতার কলরবে,
হিংসে-বিদ্বেষবিহীন মানবের স্বদেশ।।
অন্যতায়……… (সংক্ষেপিত)
লেখক: রুমান আবসার
প্রাক্তন শিক্ষার্থী, নাট্যকলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।