সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বিএনপিকে ধ্বংসের চক্রান্ত করছে আ.লীগ : মাহবুবুর রহমান শামীম

প্রকাশিতঃ ১০ সেপ্টেম্বর ২০১৬ | ৬:২৫ অপরাহ্ন

BNP-logoচট্টগ্রাম: বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংস করতে আওয়ামী লীগ নানা চক্রান্তে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।

শনিবার চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ অভিযোগ করেন। জিয়াউর রহমানের স্বাধীনতা পদক কেড়ে নেওয়ার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মাহবুবুর রহমান শামীম বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়ে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে একের পর এক ষড়যন্ত্র করছে সরকারদলীয়রা। তারা বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংস করতে নানা চক্রান্তে লিপ্ত হয়েছে। তারই অংশ হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক কেড়ে নিয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পদক যারা কেড়ে নিয়েছেন, তারা স্বাধীনতাকে অস্বীকার করেছে। স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান অস্বীকার করার কোন সুযোগ নাই। এই ধরনের কার্যকলাপ হীন রাজনৈতিক ও প্রতিহিংসাপ্রসূত।

সভায় আরো বক্তব্য রাখেন- এম.এ আজিজ, এস.এম সাইফুল আলম, মোঃ আলী, হারুন জামান, এসকান্দর মির্জা, মোশারফ্ হোসেন দিপ্তী, ইয়াসিন চৌধুরী লিটন, সবুক্তগীন সিদ্দিকী মুক্কি, শাহআলম, আনোয়ার হোসেন লিপু, সোহারব কোম্পানী, কমিশনার এম.এ হাশেম, ফাতেমা বাদশা, মনোয়ারা বেগম মনি প্রমুখ।