একুশে প্রতিবেদকঃ চট্টগ্রাম চেম্বার অব কমার্স ও সোসাইটি অব চট্টগ্রাম আইটি প্রফেশনালসের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী আইটি ফেয়ার আগামী ২৬ শে জানুয়ারি থেকে শুরু হবে।যা চলবে পরবর্তী দুই দিন। এতে অংশগ্রহণ করছে ইয়াং বাংলা এওয়ার্ড প্রাপ্ত চট্টগ্রামের ক্যারিয়ার ও এডুকেশনাল রিসার্চ সংগঠন “ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব” (ডিইসি)।
তিন দিন ব্যাপী এ মেলায় চট্টগ্রামের সকল শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা তাদের সিভি এই ক্লাবের মাধ্যমে শুদ্ধ ও নির্ভুল করানোর সুযোগ পাবেন। তাছাড়াও শিক্ষার্থীদের আইটি বিষয়ক তথ্যজ্ঞান প্রদান, তাদের ক্যারিয়ার দিকনির্দেশনাও পাওয়া যাবে ক্লাবের কর্মকর্তাদের থেকে।
এ ব্যাপারে ক্লাবের প্রেসিডেন্ট সোমেন কানুনগো বলেন, দেশে অনেক সদ্য পাশগ্রেজুয়েট কিংবা চাকরি প্রত্যাশী আছেন,যারা তাদের ভুল সিভি বানানোর ফলে কিংবা ছোট ভুলের জন্য চাকরির সাক্ষাৎকার এমনকি চাকরি থেকেও বঞ্চিত হন। তাই আমরা তাদের এই সমস্যা সমাধানের দায়িত্ব নিয়ে দেশ সেরা কর্পোরেট এইচআরদের সাথে নিয়ে সিভি জমাকারীদের সিভি নির্ভুল ও গুছিয়ে দেয়ার পর তাদের ফেরত দিবো।
তিনি আরো বলেন, বিগত বছর মেলায় অনেক সাড়া পেয়েছি তাই এবার আমরা আরো ভালো কিছু দিতে পারবো বলে আশাকরি।
উল্লেখ্য তিন দিনব্যাপী এই আইটি ফেয়ার প্রত্যেকদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
একুশে/এএইচ