বিমান থেকে নামিয়ে দেয়া হলো ক্যাটরিনাকে। মুম্বাই মিরর জানিয়েছে, সফর করার সময় বিমান থেকে নামিয়ে দেওয়া হয় ক্যাটরিনা কাইফ এবং সিদ্ধার্থ মালহোত্রাকে৷ এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রু মেম্বাররা নাকি তাদের দুজনকে বিমান থেকে নেমে যেতে বলেন৷
এই ঘটনা প্রকাশ্যে আসতেই কানাঘুষো শুরু হয়েছে বলিউডে৷ জানা গিয়েছে, সিদ্ধার্থ ও ক্যাটরিনা নাকি তাদের আগামী ছবি ‘বার বার দেখো’র প্রচার করছিলেন৷ পাশাপাশি, তাঁদের ফ্লাইটে সফর করারও কথা ছিল৷ কিন্তু তারা নাকি ছবির প্রচারে এতটাই ব্যস্ত ছিলেন যে বোর্ডিং পাস পাওয়ার পরেও ছবির প্রচারই করে চলেছিলেন। শুধু তাই নয়, তারা ফ্যানদের দাবি-দাওয়া মেটাতে ব্যস্ত থাকার জন্য ফ্লাইটের দেরিও হচ্ছিল৷ আর এরপরই নাকি ফ্লাইটের বাকি যাত্রীরা গোটা ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন৷ ফলত এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ঠিক করেন তাদের বিমানে যেতে দেওয়া হবে না৷
যদিও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে৷ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমান থেকে সিড ও ক্যাটকে নামিয়ে দেওয়া হয়নি৷ বরং তাঁরা নিজেরাই বিমানে সফর করতে চাননি৷