চট্টগ্রাম: চট্টগ্রাম কাস্টমসের স্টাফ শাখার রাজস্ব কর্মকর্তা (প্রশাসন) নাজিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত এই আদেশ দিয়েছেন বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।
তিনি বলেন, কাস্টম কর্মকর্তা নাজিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে চান দুদকের তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত একদিন মঞ্জুর করেছেন।
এর আগে গত ১০ জানুয়ারি চট্টগ্রাম কাস্টম হাউজে অভিযান চালায় দুদক। সে সময় রাজস্ব কর্মকর্তা নাজিম উদ্দিনের অফিসের আলমারি থেকে ৬ লাখ টাকা উদ্ধার করা হয়। তখন টাকার উৎস সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি ওই কর্মকর্তা। এরপরই তাকে আটক করা হয়। আটকের পর নাজিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।