চট্টগ্রামে হিযবুত সন্দেহে কিশোর গ্রেফতার

চট্টগ্রাম : নগরীর রুমঘাটা এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা কিশোরটির। হিযবুত তাহরীরের নামে নগরীর বিভিন্ন স্থানে ‘সরকারবিরোধী’ বেশ কিছু পোস্টার লাগানোর কাজে ওই কিশোরের সম্পৃক্ততা পায় গোয়েন্দা পুলিশ।

সোমবার তাকে গ্রেফতার করা হয়। নগরীর মাছুয়া ঝর্ণা লেইনে সে বসবাস করে। তার বাবা ঠিকাদারি ব্যবসা করে।

কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক আফতাব হোসাইন জানান, গত ৭ জানুয়ারি সাবকাত নামে হিযবুত তাহরীরের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। সে ছিল এই স্কুলছাত্রের প্রাইভেট টিউটর। তার মাধ্যমেই ছেলেটি হিযবুত তাহরীরে সম্পৃক্ত হয়।

একুশে/এসসি