ফরিদপুর : বিকাশ প্রতারকচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৮, এর একটি দল। ফরিদপুরের কোতোয়ালি থানায় মো. আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব বিষয়টি তদন্ত করে তাদের গ্রেফতার করেছে বলে জানান ফরিদপুর র্যাবের কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব। প্রতারকচক্রটি বিকাশের মাধ্যমে ওই ব্যক্তির কাছ থেকে ১,১১,৯৯৭/-(এক লাখ এগারো হাজার নয়শত সাতানব্বই) টাকা প্রতারণা করে নিয়ে গেছে বলে তিনি জানান।
আজ (রবিবার) ভোর রাতে ফরিদপুরের ভাঙ্গা থানার মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অনেক সিমকার্ড ও মোবাইল সেট উদ্ধার করা হয়।
গ্রেফতার করা ব্যক্তিদের নাম মো. জাকির হোসেন (৩০), মো. কামাল হাওলাদার (২৬), মেহেদী হাসান ফয়সাল (৩০) ও মো. টুলু চৌধুরী (৩২)।
র্যাব জানায়, অভিযান পরিচালনার সময় তাদের কাছ থেকে ১১৬টি বিভিন্ন কোম্পানির সিমকার্ড, ২৪টি মোবাইল সেট, একটি ট্যাব উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ফরিদপুর জেলার কোতোয়ালি থানায় একটি মামলা করেছে র্যাব।
একুশে/এসসি