টেকনাফে চেক পোস্টে বিজিবির তল্লাশি, ইয়াবাসহ সিএনজি আটক

চট্টগ্রাম : টেকনাফের সাবরাংয়ের আলীর ডেইল এলাকায় অস্থায়ী চেক পোস্টে তল্লাশি চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুজ্জামান চৌধুরী। এসময় ইয়াবা বহনকারী একটি সিএনজি্ও জব্দ করা হয়েছে জানান তিনি। তবে কাউকে গ্রেপ্তারের খবর জানা যায়নি।

রবিবার (১৩ জানুয়ারি) ওই এলাকায় এ তল্লাশি চালানো হয়।

টেকনাফ বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুজ্জামান চৌধুরী বলেন, রবিবার ভোরে সাবরাংয়ের আলীর ডেইল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে একটি সিএনজি থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে। সিএনজি শুল্ক গুদামে জমা পাঠানো হবে।

একুশে/এসসি