চট্টগ্রাম : নগরের ডবলমুরিং এলাকায় পাঠানটুলীতে অভিযান চালিয়ে ৩শ’ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানায় র্যাব। এসময় ফেনসিডিল সরবরাহ কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ কর হয়।
শুক্রবার (১১) ভোরে তাকে আটক করা হয়। আটকের নাম মো. ইসলাম(৪৫)। তিনি একই এলাকার মো. শফির ছেলে।
মো. মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঠানটুলী এলাকায় অভিযান চালিয়ে ৩শ’ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মো. ইসলামকে আটক করা হয়েছে। ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
একুশে/এসসি