রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সুবর্ণচরে ধর্ষণ : কুমিল্লা থেকে গ্রেফতার ১

প্রকাশিতঃ ১১ জানুয়ারী ২০১৯ | ৩:৩০ অপরাহ্ন

নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের ঘটনায় কুমিল্লা দাউদকান্দি থেকে আরো একজনকে গ্রফেতার করা হয়েছে জানায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১১ জানুয়ারি) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম হেঞ্জু মাঝি (২৯)। তিনি একই গ্রামের মৃত চান মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের জানান, সুবর্ণচরে ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের জবানবন্দিতে হেঞ্জু মাঝির নাম প্রকাশ করে। সে এলাকা ছেড়ে ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রীবাহী বাসে সহকারী হিসেবে কাজে যোগ দেয়। তার অবস্থান নিশ্চিত হয়ে আজ ভোরে গোয়েন্দা পুলিশের একটি দল কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

একুশে/এসসি