রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

লবণবোঝাই ট্রাকে ইয়াবা, আটক ৩

প্রকাশিতঃ ১১ জানুয়ারী ২০১৯ | ২:০৯ অপরাহ্ন

ঢাকা : নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে লবণবোঝাই ট্রাক থেকে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব-৩ এর অপারেশন অফিসার এএসপি বীনা রানী দাস। এ সময় ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং তাদের কাছে থেকে মাদক বিক্রির ১ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানান তিনি।

গতকাল দিনগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে একটি লবণবোঝাই ট্রাক আটক করা হয়।

আটককৃতরা হলেন- সাইফুল ইসলাম (৩২), ফারুক ইসলাম (৩০) ও এরশাদ হোসেন (২৫)। আটকদের মধ্যে সাইফুল মাদক ব্যবসায়ী, বাকি দুইজন সাইফুলের সহযোগী বলছে র‌্যাব।

র‌্যাব জানায়, টেকনাফ সীমান্ত থেকে দীর্ঘদিন ধরে লবণবোঝাই ট্রাকে করে ঢাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দিনগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে একটি লবণবোঝাই ট্রাক আটকে তল্লাশি চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় র‌্যাব।

একুশে/এসসি