ঢাকা: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির না করায় গ্যাটকো দুর্নীতি মামলায় চার্জগঠনের শুনানি পিছিয়ে আগামী ১৬ জানুয়ারি ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার রাজধানীর বকশিবাজারে অস্থায়ী আদালতে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু সৈয়দ দিলজার এ আদেশ দেন।
একই সঙ্গে ওইদিন (১৬ জানুয়ারি) খালেদা জিয়াকে আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত।
এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া বলেন, ‘আজ খালেদা জিয়াসহ ২০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দুদকের আইনজীবী সময়ের আবেদন নাকচ করার আবেদন করেন। শুনানি শেষে বিচারক আগামী ১৬ জানুয়ারি অভিযোগ গঠনের নতুন দিন ধার্য করেন।
হান্নান ভূঁইয়া বলেন, ‘এছাড়া ওই দিন খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন বিচারক।’