ঈদের ছুটিতে বন্দরের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান চট্টগ্রাম চেম্বারের

চট্টগ্রাম: ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম অব্যাহত রাখতে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান’র প্রতি আহ্বান জানিয়েছেন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানকে প্রেরিত এক পত্রের মাধ্যমে তিনি এ আহবান জানান।

চিঠিতে চেম্বার সভাপতি লিখেন, আগামী ১১-১৪ সেপ্টেম্বর পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় ঈদের দিন ব্যতীত চট্টগ্রাম বন্দরে কেবলমাত্র তৈরী পোশাক ছাড়া অন্যান্য পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মর্মে জানতে পারি। দেশের সমুদ্র পথে আমদানি-রপ্তানি বাণিজ্যের ৯২ শতাংশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়।

চিঠিতে চেম্বার সভাপতি উল্লেখ করেন, বন্দরের কার্যক্রম বন্ধ রাখা হলে শিল্পের কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি এবং রপ্তানি প্রক্রিয়া বাধাগ্রস্থ হবে। ফলে সংশি¬ষ্ট ব্যবসায়ীগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবে যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলার আশংকা রয়েছে।

এ প্রেক্ষাপটে শুধুমাত্র ঈদের দিন অর্থাৎ ১৩ সেপ্টেম্বর ব্যতীত সরকারী ও সাপ্তাহিক ছুটির দিনে বন্দরে সব ধরণের পণ্যের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য এনবিআর চেয়ারম্যানের প্রতি বিশেষ অনুরোধ জানান চট্টগ্রাম চেম্বারের সভাপতি।